পিঠা উৎসবে বক্তব্য প্রদানকালে জাহাঙ্গীর আলম,মেয়র গাসিক
আলমগীর কবীর:
গাজীর দেশ,ভাওয়াল রাজার ইতিহাস খ্যাত গাজীপুরে ঐতিহ্যবাহী পিঠা উৎসব-২০২১ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১ জানুয়ারি)২০২১ইং বিকেলে গাজীপুর মহানগরীর দিঘীরচালা এলাকায় গাজীপুর সোসাইটির উদ্যোগে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়।
ঐতিহ্যবাহী পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো.জাহাঙ্গীর আলম।সংক্ষিপ্ত বক্তব্যকালে মেয়র বলেন, গ্রাম বাংলার ঐতিহ্য পিঠা-পায়েসের পাশাপাশি হারিয়ে যাওয়া খেলাধুলাগুলোও আমাদের ফিরিয়ে আনতে হবে।আগামী প্রজন্মেরে সোনালী ভবিষ্যত চিন্তা করে গাজীপুরকে ঢেলে সাঁজাতে চাই । সে ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগীতা প্রয়োজন ।এ সময় তিনি গাজীপুর সিটিকে আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।
গাজীপুর সোসাইটির সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে পিঠা উৎসবে পরিবহন শ্রমিক নেতা ওসমান আলী,আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম চৌধুরী,এসএম মোকসেদ আলম ,প্যানেল চেয়ারম্যান,জেলা পরিষদ -গাজীপুর,আব্দুল কাদির মণ্ডল, কাউন্সিলর ওর্য়াড নং ১৮জিসিসি, মোসলেম উদ্দিন চৌধুরী মূসা,কাউন্সিলর ওর্য়াড নং ১৬,জিসিসি , মো. খোরশেদ আলম সরকার,কাউন্সিলর ওর্য়াড নং ১২ জিসিসি ও গাজীপুর সোসাইটির সাধারণ সম্পাদক মোস্তফা হুমায়ূন হিমু প্রমুখ বক্তব্য দেন।